যুবলীগ নেতা হত্যা: আসামিদের ধরতে না পারায় ক্ষোভ

rupgonj picture(1)dt-21.11.2017নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার বিকেলে কাঞ্চন পৌরসভা যুবলীগ আয়োজিত শোক সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

সভায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

জানা গেছে,  কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার নিহত যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানের ছোট ভাই মঞ্জুর আলমের সঙ্গে একই এলাকার জাহিদুলের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ১৩ নভেম্বর জাহিদুল নেতৃত্বে দুর্বৃত্তরা যুবলীগ নেতা মিজনুর রহমান ও তার মামাতো ভাই পলাশের ওপর হামলা করে। এ সময় জাহিদুলের সহযোগী সিরাজ, রহিম, নাজমুল, সুজন, হৃদয়, মনসুরসহ কয়েকজন তাদের কুপিয়ে আহত করে। পরে মিজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাচঁ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শোক সভায় উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, রুপগঞ্জ উপজেলা  যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম রসুল, আব্দুল হক, নিহত মিজানের বাবা শহিদুল আলম প্রমুখ।

এ ব্যাপারে রূপগঞ্জের ভোলাবো পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক ) সেলিম মিয়া বলেন, ‘আসামিরা গ্রেফতার না হওয়ায় বাদীপক্ষের মধ্যে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে। আমরা প্রযুক্তির সহায়তায় আসামিদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

আরও পড়ুন:
গাবতলীর অবস্থা আবারও বেহাল