ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১

ময়মনসিংহ

ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চান মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে খাকডহর ইউনিয়নের মীর্জাপুর বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত চান মিয়া মীর্জাপুর বিলপাড় গ্রামের মমিন আলীর ছেলে। আহত দুই জন হলেন মিয়া হোসেনের ছেলে শাহজাহান ও শুকুর আলীর ছেলে কামরুল ইসলাম। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে চান মিয়া ও তার প্রতিবেশী তারা মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষ মামলাও করেছে, যা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই পক্ষে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে তারা মিয়ার পরিবারের সদস্যরা চান মিয়ার পরিাবরের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন চান মিয়া, শাহজাহান ও কামরুল ইসলাম। রাতেই তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় চান মিয়া মারা যান।

ওসি কামরুল ইসলাম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।