সীমান্তে ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোলে জব্দ করা মাদকদ্রব্যবেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৪ ডিসেম্বর ) ভোরে রঘুনাথপুর সীমান্তের সাদীপুর মাঠে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদীপুর মাঠ দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মামুন ফোর্স নিয়ে সাদিপুর মাঠে অভিযান চালান। এ সময় মাদক চোরাচালানকারীরা তাদের কাছে থাকা গাঁজা ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। 

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মামুন ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।