স্বাধীনতাবিরোধীরা আমাকেও হত্যা করতে চেয়েছিল: সংস্কৃতিমন্ত্রী

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি- প্রতিনিধি)

স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা আজও বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসররা যেভাবে মানুষ হত্যা করেছিল, ঠিক একই কায়দায় কাদের মোল্লার সহযোগীরা রামগঞ্জে চার জন আওয়ামী লীগ নেতাসহ এক পথচারীকে হত্যা করে। সেদিন এই স্বাধীনতাবিরোধী শত্রুরা আমাকেও হত্যা করতে চেয়েছিল।’

সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ট্র্যাজেডির ৪ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আয়োজিত স্মরণসভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান আসাদুজ্জামান নূর।

রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম শাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কাদের মোল্লার ফাঁসির পর (২০১৩ সাল) এ দিনে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা রামগঞ্জের সংখ্যালঘুদের ওপর হামলা চালায়। পরে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি, দোকান-পাট পরিদর্শনে গেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হত্যার জন্য তার গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। ওই দিন আসাদুজ্জামান নূর বেঁচে গেলেও নিহত হন চার আওয়ামী লীগ নেতা ও এক পথচারী।