মৌলভীবাজারে বিএনপি নেতা জুনেদ আহমদ মারা গেছেন

মৌলভীবাজারমৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেদ আহমদ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর)  বিকাল ৩ টা ৪০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি মারা যান( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, একছেলে ,দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  এম নাসের রহমান । শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি  বলেন,  ‘প্রবীণ এই রাজনীতিককে হারিয়ে জেলা বিএনপি শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’ শোকবার্তায় আরও বলা হয়, জীবদ্দশায় অ্যাডভোকেট জুনেদ আহমদ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন। তার মৃত্যুতে জেলা বিএনপি একজন নিবেদিত নেতা ও আভিভাবককে হারালো।