বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা: যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একজন (ফাইল ছবি)ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজার এলাকায় বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা করেছেন শাহগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর। মামলায় স্থানীয় ১০ যুবলীগ নেতাকর্মীর নাম উল্লেখ এবং ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২টায়  গৌরীপুর থানায় মারধর এবং বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন তারা।

মামলার এজাহারভুক্ত আসামিরা হচ্ছে- শাহগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস এবং তার অনুসারী মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু, পিন্টু মিয়া, জুয়েল রানা, আজিজুল হাকিম, লাল মিয়া, শফিক মিয়া ও খোকন মিয়া।

817339f556921946d2b8b93c7b281e79-5a3575d9c5536গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, ‘পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার বাদী শাহগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর বলেন, ‘পেট্রোল বোমা হামলার ঘটনায় জড়িতদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করলেই এলাকাবাসীর চাপা ক্ষোভ কমবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহগঞ্জ বাজার এলাকায় বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এসময় রিকশাচালক মতি মিয়া ও দোকান ব্যবসায়ী রফিকুল ইসলাম আহত হন। গুরুতর আহত মতি মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
গৌরীপুরে পেট্রোল বোমার হামলার নেপথ্যে আ.লীগের অভ্যন্তরীণ কোন্দল!
গৌরীপুরে বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২