শীত বাড়ছে বরিশালে

বরিশালক্রমেই শীত বাড়ছে বরিশালে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমছে। ঠাণ্ডা বাতাস আর তীব্র শীতে ভোগান্তি বাড়ছে এ অঞ্চলের মানুষের। ভর দুপুরেও গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করছে স্থানীয়রা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার বছরের শুরুর দিন ছিল তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অসিত বরণ জানান, ঠাণ্ডায় শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডিপথেরিয়ার প্রকোপ বাড়ছে।

মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ‘শীতের কারণে বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি, চর্মরোগ বেড়ে গেছে।’

দেশের ওপর দিয়ে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহের কারনে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমে পরিস্থিতির আরও অবনতি হতে পারে  বলে ধারনা করছে স্থানীয় আবহাওয়া অফিস।

স্থানীয়রা জানান, অতিরিক্ত শীতের কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে।  বাইরে লোকজনের চলাফেরা কমে গেছে। ফলে রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। স্কুল-কলেজেও উপস্থিতি কমে গেছে।