ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাঝ পদ্মায় আটকে পড়া একটি ফেরি (ছবি- প্রতিনিধি)

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকে রয়েছে যানবাহনবোঝাই পাঁচ ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে ৭টি ফেরি ও দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধ থাকার কথা নিশ্চিত করেছেন।

ফেরির মাস্টারদের বরাত দিয়ে ফেরি সেক্টরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মাত্রাতিরিক্ত কুয়াশা পড়ায় নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ৫টি ফেরি।

বিআইডব্লিউটিসি এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে।