বাংলাদেশে ঢুকে ভ্যানচালককে পেটালো বিএসএফ

সীমান্তে টহল জোরদার করে বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে এক ভ্যানচালককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর  বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় বালাটারি সীমান্তের ৯৩২ নং মেইন পিলারে কাছে একদল চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের করলা ক্যাম্পের ৪ বিএসএফ সদস্য। পরে চোরাকারবারিদের নাগাল না পেয়ে তারা এক বাংলাদেশি ভ্যানচালককে বেধড়ক মারপিট করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় সীমান্তবাসী নারী-পুরুষরা ৪ বিএসএফ সদস্যকে ধাওয়া করেন এবং ভ্যানচালককে উদ্ধার করেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বালারহাট ক্যাম্পের ২০-৩০ জন সদস্য সীমান্তের চারিদিকে টহল জোরদার করেন এবং পরে বিএসএফের বাংলাদেশে প্রবেশ করে ভ্যানচালক পেটানোর ঘটনার প্রতিবাদ জানান। এ নিয়ে পরে বেলা ৩টার দিকে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে  কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়। এতে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ও ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বিএসএফ করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিনোদ কুমার বর্মন।

নুর-ই-আলম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ করলা ক্যাম্পের ইন্সপেক্টর বিনোদ কুমার বর্মন ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।