ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় বন্ধ রয়েছে ফেরি চলাচলঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত সাড়ে চারটা থেকে সাময়িক বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়েছে ছয়টি ফেরি। পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন  (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী  ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল  বাংলা ট্রিবিউনকে  ফেরি সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের দায়িত্বশীল এই কর্মকর্তা  ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় পদ্মা নদী। বিভিন্ন ফেরিতে কোটি টাকার ফগ লাইট থাকলেও তা কুয়াশার ঘনত্ব ভেদ করতে পারছে না। কুয়াশার মাত্রা বেশি হওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর রাত সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ছয়টি ফেরি। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাতটি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে পদ্মাপাড়ে নোঙর করে আছে।

মহিউদ্দিন রাসেল বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসার পর ফেরি চলাচল শুরু হবে।’

আরও পড়ুন: 

বিশ্ব ইজতেমা: প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ