‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি’

বক্তব্য রাখছেন হারুন উর রশিদ

বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. হারুন উর রশিদ। তিনি বলেছেন, ‘এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তবে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে।’

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কার্যালয়ে বিএনপির কর্মীসভায় তিনি একথা বলেন।

মো. হারুন উর রশিদ বলেন, ‘আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই অব্যাহত রেখেছি। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে সৈয়দপুরেও দলের বহু তাজা প্রাণ ঝরে গেছে। লড়াই-সংগ্রামে আরও যদি প্রাণ দিতে হয়, তবু এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না।’

অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহীন আকতার, বিএনপি নেত্রী বিলকিস বানু, কাজী একরামুল হক, আনিছুল চৌধুরী, ডা. সাবের আলী, ডা. শরীফুল ইসলাম, আব্দুল কাদের সরকার, আনোয়ারুল ইসলাম, ডা. জহুরুল হক, বছির উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ।