আড়াইহাজার ও রুপগঞ্জে এক রাতে পাঁচ ডাকাতি: গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রুপগঞ্জে রবিবার রাতে তিনটি বাড়ি ও দুটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়ি থেকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের খলিলুর রহমান ভুইয়ার বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাত দল লোহার গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। এসময়  গৃহকর্তার ছেলে জাকির ভবনের দোতালায় গিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা এলোপাতারি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকার লোকজন জড়ো হয়ে ধাওয়া করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত (২৫) ডাকাত নিহত হয়।

গৃহকর্তার ছেলে জাকির হোসেন জানান, তাদের বাড়ি থেকে ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘গণপিটুনিতে ডাকাত হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ওইদিনই রাত ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের সিরাজুল ইসলাম ভুঁইয়ার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাদের একটি দল। পরে অস্ত্রমুখে জিম্মি করে চার ভরি স্বর্ণালঙ্কার, আট হাজার টাকা, চারটি মোবাইল ফোন নিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাতরা হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

রবিবার রাতেই রুপগঞ্জের সাবেক কাউন্সিলরসহ দুটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। 

কাঞ্চন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাজেরা মঞ্জু জানান, রবিবার রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একটি ডাকাতদল বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে তার বড় ছেলে মাজাহারুল ইসলাম মাসুমের ঘরে ঢুকে। পরে ডাকাতরা তার ৬ বছরের ছেলে আরাফ ও ৫ মাসের মেয়ে জিনাতে অস্ত্রে মুখে জিম্মি করে ৩৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা তার ছেলে মাজাহারুল ইসলাম মাসুম ও ইমরান হোসেনকে মারধর করে।

ওই রাতেই পার্শ্ববর্তী বেসরকারি এনজিও আশা কাঞ্চন ১ ও ২ ব্রাঞ্চের গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতরা।পরে ম্যানেজার আব্দুর রহিমকে অস্ত্রে মুখে জিম্মি করে মো. আবু নোমানসহ ১০ কর্মকর্তার হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা আলমারি ভেঙে নগদ ৪৮ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুটে নিয়ে যায়। এসময়  ওই এলাকায় অবস্থিত ব্র্যাক অফিসেরও তালা ও আলমারি ভেঙে ভেঙে নগদ ৯৯ হাজার টাকা ও একটি ট্যাব নিয়ে যায় ডাকাতরা। এসময় মসজিদে মাইকিং করায় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ