খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

আটক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১৪) দিনগত রাতে উপজেলার প্রেমতলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, দু’টি দেশীয় অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে প্রেমতলায় অভিযানে যায় যৌথবাহিনী। সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার এক  পাহাড়ির ঘরে তল্লাশি করতে গেলে তিন জন  পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথবাহিনী ধাওয়া করে দুই জনকে আটক করে। পরে ওই ঘর থেকে  ইউএসএসআর-এর তৈরি একটি একে-২২ রাইফেল, একটি বড় এলজি, একটি ছোট এলজি, একে ২২ রাইফেলের ম্যাগজিন ১টি, একে-২২ রাইফেলের গুলি ১০ রাউন্ড, এলজির বুলেট ৪ রাউন্ড, রাম দা ১টি, টচ লাইট, একটি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ বই, ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেটসহ বিভিন্ন দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়।

রামগড় থানার এএসআই সিদ্দিক জানান, ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর কর্মী বলে স্বীকার করেছে। ওসি শরিফুল ইসলাম জানান, আটককৃতদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।