নাটোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আদালত

নাটোরে হত্যা মামলায় শাহ আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

পিপি সিরাজুল ইসলাম জানান, যাবজ্জীবনের পাশাপাশি শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সাজাপ্রাপ্ত শাহ আলম সিংড়া উপজেলার বিনগ্রামের হাসেন শেখের ছেলে। কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন জানান, শাহ আলম বর্তমানে কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, সিংড়ার বিনগ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর শরিফুল ইসলাম নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর দৌপুকুরিয়া বটগাছের কাছে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে শাহ আলমসহ কয়েক জনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর চার জনকে বেকসুর খালাস দেন।