কলেজ অধ্যক্ষদের শিক্ষা সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের অংশগ্রহণে ‘শিক্ষা সমাবেশ’ হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম। ইতোমধ্যে শিক্ষা সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা সমাবেশ উপলক্ষে আজ (মঙ্গলবার) নিজ কার্যালয়ে এক সভা বৈঠক করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভায় সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা শেষে উপাচার্য বিভিন্ন বিষয়ে অফিস প্রধানদের দিকনির্দেশনা দেন। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও প্রফেসর ড. মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

আগামী ২৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।