X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৮:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:১৭

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। রবিবার সকালে বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও তিন ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, প্রচণ্ড গরমের কারণে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর শিক্ষার্থীদের বেশি বেশি পানি খাওয়ার জন্য বলা হয়েছে। 

অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর গরমে অসুস্থ হয়ে পড়েন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন। পরে তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় অন্য সব শ্রেণির শিক্ষার্থীদের স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির যেসব কক্ষে পাঠদান চলে সেগুলো টিনশেডের। এ জন্য ওই কক্ষগুলোতে পাঠদানের সময় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করে। তার মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যা তো আছেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাতেমা ইসরাত ডলি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঠদান শুরু হওয়ার কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির একে একে এগারো জন শিক্ষার্থীর মাথাব্যথা, পেটব্যথা দেখা দেয়। তাদের অসুস্থতার কারণ প্রচণ্ড গরম। বিষয়টি আমরা বুঝতে পেরে দ্রুত পার্শ্ববর্তী ক্লিনিক থেকে একজন স্বাস্থ্য সহকারীকে এনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। আমাদের একজন সহকারী শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বশেষ খবর
‘কোচিং ক্যারিয়ারের শুরুতে এভাবে ধাক্কা খাবো, কখনও চিন্তা করিনি’
‘কোচিং ক্যারিয়ারের শুরুতে এভাবে ধাক্কা খাবো, কখনও চিন্তা করিনি’
কেজরিওয়ালের জামিনে বিরোধীদের উচ্ছ্বাস
কেজরিওয়ালের জামিনে বিরোধীদের উচ্ছ্বাস
আসুন, আমরা মানবিক হই: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
আসুন, আমরা মানবিক হই: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সর্বাধিক পঠিত
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক