১০৫ কেজি ইমিটেশনের গহনা উদ্ধার

হিলি সীমান্ত (ফাইল ফটো)দিনাজপুরের হিলি সীমান্তের রায়ভাগ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় কানের দুল, গলার চেইনসহ ১০৫ কেজি ভারতীয় ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব গহনা উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুবেদার আব্দুল মান্নান জানান, ভারত থেকে ইমিটেশনের গহনার একটি চালান দেশে পাচার করে আনা হচ্ছে; গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে হাবিলদার হাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ওই স্থান হতে বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে পায়েল, কানের দুল, গলার চেইনসহ ১০৫ কেজি ভারতীয় ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। পরে সিজার লিস্টের মাধ্যমে এগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এসব গহনার বিজিবি নির্ধারিত সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা।