মাদক ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ শক্ত অবস্থানে: পুলিশ কমিশনার

রাজশাহীতে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভারাজশাহীর রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মঙ্গলবার বিকালে গোলজারবাগ উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, ‘জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা একটি সমাজকে ধ্বংস করে।’ জঙ্গিবাদ দমন ও মাদক ব্যবসা নির্মূলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজুল আলম বেন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আমির জাফর ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে রাজপাড়া থানা এলাকার ৯ মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন। তাদের মধ্যে পুলিশের কাছে ছয় জন পুরুষ ও তিন জন নারী আত্মসমর্পণ করেন। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের মধ্যে চার জনকে সেলাই মেশিন ও একজনকে ভ্যানগাড়ি দেওয়া হয়।