হিলিতে এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা

onion

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৮ টাকা কমেছে। এক সপ্তাহ আগেও প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৫২ টাকা থেকে ৫৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। সামনের দিনে পেঁয়াজের দাম আরও কমবে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠার ফলে বাজারে আগের তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ অনেক বেড়েছে। বাজারে দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে।  এ কারণে বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় অনেকটা কমে গেছে। তাই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণও কিছুটা কমেছে। অন্যদিকে ভারতের বাজারেও পেঁয়াজের দাম আগের তুলনায় কিছুটা কমে গেছে। সব মিলিয়ে দেশের বাজারে এখন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সামনে পেঁয়াজের দাম আরও কমবে বলে তারা জানান।

তারা আরও জানান, বর্তমানে ভারত থেকে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৪৬ টাকা কেজি দরে, নাসিক জাতের ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৫২ টাকা থেকে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পেঁয়াজের রফতানি মূল্য বেশি থাকায় আমদানিকারকরা এলসি খুলতে গিয়ে সমস্যরা মুখোমুখি হয়েছে। ভারত যদি পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দেয় তাহলে সব আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলতে পারবেন। এর ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ যেমন বাড়বে তেমনি দাম আরও কমবে। 

আরও পড়ুন: ফেনীতে সাড়ে চার কোটি টাকার মাদক ধ্বংস