গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

আদালত

গাজীপুরের কালীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৭ জানুয়ারি) গাজীপুরেরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আলমগীর হোসেন (৩১)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছোট দেউলিয়া এলাকার সফুর উদ্দিনের ছেলে।

পিপি আতাউর রহমান জানান, যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ছাড়াও মামলায় আরও একটি ধারায় আলমগীরকে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড; অন্য আরও এক ধারায় তিন বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৫ আগস্ট রাতে কালীগঞ্জ উপজেলার দুরর্বাটি এলাকায় মালয়েশিয়া প্রবাসী নবির হোসেনের ঘরে সিঁধ কেটে চুরি করতে যায় আলমগীর। এসময় নবির হোসেনের গৃহবধূ সাজেদা বেগম আলমগীরকে চিনে ফেললে সে শাবল দিয়ে ওই গৃহবধূকে আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর নবির হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।