গৌরনদীতে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ২

বরিশালবরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) গভীর রাতে এ মামলা হয়। এরপর তাৎক্ষণিক অভিযানে গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার ও ইউনিয়ন যুবলীগের সদস্য সোহরাব বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে কলেজ ছাত্রলীগের নেতা রাসেল হাওলাদারের বাবা আবদুল জব্বার হাওলাদার বাদী হয়ে গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ কর্মী মো. মামুন প্যাদা (৩৫) ও যুবলীগ নেতা মো. সোহরাব বেপারীসহ ৫ জনের নামসহ ১০ জনকে আসামি করে চাঁদাবাজি ও বিস্ফোরক  আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি যুবলীগ নেতা মো. সোহরাব বেপারীকে গ্রেফতার দেখিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে যুবলীগ নেতা মো. সোহরাব বেপারীর মা সবুরন বেগম বাদী হয়ে গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বার্থী ইউপির সদস্য খাইরুল আহসান খোকন, যুবলীগ কর্মী মাসুদ মৃধাসহ ১১ জনের নামসহ আরও ২৩ জনকে আসামি করে ৩২৬/৩৪১/৩০৭/৫০৬ ধারায় পাল্টা-মামলা করেছেন।

এ মামলায় কলেজ ছাত্রলীগের নেতা রাসেল হাওলাদারকে গ্রেফতার করে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলা দুইটির বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল। 

উল্লেখ্য,  বালু ভরাটের ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সকালে ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি বোমাও বিস্ফোরিত হয়েছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখান থেকে বোমার মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে বরিশাল ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  

স্থানীয়রা জানান, গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার (২৪) উপজেলার বড়দুলারী গ্রামে পালরদী নদী হতে মেশিন দিয়ে বালু তুলে এলাকায় ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার বড়দুলালী গ্রামের জানে আলমের ডোবা ভরাটের জন্য কাজ শুরু করেন তিনি। এ ভরাট কাজকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা সোহরাব বেপারী ও গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন প্যাদাসহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে  তার কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বালু উত্তোলন মেশিনের ১৫টি পাইপ কেটে ফেলা হয়।

আহতরা হলেন- সোহরাব বেপারী (৪০), মামুন প্যাদা (৩৫), সোহাগ বেপারী (৩৬), লিটন হাওলাদার(২০), সাইদুল বেপারী (২৮), ফিরোজ সরদার (৩৮) এবং ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮),  তার মা হাসিনা বেগম(৫০), খলিল খন্দকার (৩৫), আরিফ হোসেনসহ (২৫)।