ফেনী বার সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৭ পদে আ. লীগ জয়ী

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছেফেনীতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সদস্যরা বিজয়ী হয়েছেন। আর  চারটি সদস্য পদসহ আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের সদস্যরা।

শনিবার (২০ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত  ফেনী আইনজীবী সমিতির ভবনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত এগারটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার অ্যাডভোকেট ফয়েজুল হক মিলকী এ তথ্য নিশ্চিত করেছেন । 

বারের নতুন কমিটির নির্বাচিতরা  হলেন— আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট  মো. শামদুল হুদা, সহ-সভাপতি হৃষীকেশ মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরফুদ্দিন আহমেদ ডালিম, লাইব্রেরি সম্পাদক পদে পিয়াস মজুমদার, সদস্য পদে- সাইফুদ্দিন মজুমদার, বাদল চন্দ্র দেবনাথ।

অন্যদিকে, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. হামিদ মজুমদার, অডিটর পদে মো. ওমর ফারুক ভূঁঞা শিপলু, অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল ও সদস্য পদে  বোরহান উদ্দিন চৌধুরী, কাজী মো. শাহজালাল,ফারহান নুর ফাহিম, রেজাউল করিম (তুহিন) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: 

বিএনপিতে রাজনীতিকরা অবহেলিত, বাড়ছে পেশাজীবীদের কদর!