বুধবার ভোলা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদদুই দিনের সফরে ২৪ জানুয়ারি বুধবার ভোলা যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। চরফ্যাশনে জ্যাকব ওয়াচ টাওয়ার এবং জেলা সদরের উপশহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে অংশ নেবেন।

এ সফরকে ঘিরে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান এলাকায় নিবন্ধিত ব্যাক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এ সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। চলছে ব্যাপক প্রস্তুতি।

রবিবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির সফরের সময়সূচি ও অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কথা বলেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। বিকালে রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ ও পিজিআর কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং নানা পেশার প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

জেলা প্রশাসক জানান, ২৪ জানুয়ারি সকালে হেলিকপ্টারযোগে চরফ্যাশন আসবেন রাষ্ট্রপতি। জ্যাকব ওয়াচ টাওয়ার উদ্বোধন শেষে স্থানীয় টিবি হাই স্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। পরে উপজেলার চর কুকরীমুকরীতে ইকোপার্ক উদ্বোধন ও রাতযাপন করবেন। কুকরীর ওই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। সংবাদকর্মীদেরও সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার জেলা সদরের উপশহর বাংলাবাজারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস তুলে ধরতে নবনির্মিত স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। ওই সময় বাঙালির শত বছরের ঐতিহ্য-সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর দুর্লভ নানা ভাষণের ডিসপ্লে দেখবেন। পরে ফাতেমা খানম কলেজ মাঠে এক সুধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। সমাবেশটিতে নিবন্ধনকৃত ব্যক্তিরা প্রবেশের সুযোগ পাবেন।