গোপালগঞ্জে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন নির্বাচিত

গোপালগঞ্জগোপালগঞ্জের উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে উপনির্বাচনে পাঁচ উপজেলার ২৪টি পদের ১৮টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থীরা। এই ১৮টি পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার বিকালে ওই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এরমধ্যে সদর উপজেলার ৭টি পদেই কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার নির্বাচিত সংরক্ষিত নারী সদস্যরা হলেন মুক্তা বেগম, নিপা বেগম, ঝর্না বেগম, ফারজানা বেগম, নাসিমা বেগম, কাজলী মৈত্র ও লাভলী বেগম। তাদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন অফিসার এ ঘোষণা দেন। 

এছাড়া, মুকসুদপুর উপজেলার ৫টি পদে, কাশিয়ানী উপজেলার ২টি, কোটালীপাড়া উপজেলার ২টি ও টুঙ্গিপাড়া উপজেলার ২টি পদে একক প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে উপনির্বাচনে পাঁচ উপজেলার ২৪টি পদের ১৮টিতে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বাকি ৬টি পদে আগামী ২৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।’