নেত্রকোনায় শাশুড়ি হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আদালত

নেত্রকোনায় শাশুড়ি হত্যার দায়ে আলমগীর হোসেন (৩২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল আলম প্রদীপ এ খবর নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ১০ বছর আগে মোবারকপুর গ্রামের আব্দুল কাদিরের বাক-প্রতিবন্ধী কন্যা রিনা আক্তারকে বিয়ে করে আলমগীর। বিয়ের পর আলমগীর যৌতুকের জন্য রিনাকে নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি মায়ের কাছে চলে আসেন রিনা। পরে আলমগীর রিনাকে ফিরিয়ে নিতে আসলে বাধা দেন রিনার মা ফাতেমা। এর জের ধরে ২০১৬ সালের ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ফাতেমাকে দা দিয়ে কুপিয়ে খুন করে আলমগীর।

আদালত সূত্র আরও জানায়, এ ঘটনায় পরদিন নিহতের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ৮ জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ এ মামলার রায় দেন।