নাজিরপুরে নকল সরবরাহ করায় যুবকের দুই বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত রিপন চক্রবর্তী

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নকল সরবরাহের দায়ে রিপন চক্রবর্তী (৩০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝুমুর বালা এ দণ্ড দেন। ইউএনও ঝুমুর বালাই এ খবর নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রিপন চক্রবর্তী উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোর্বধন গ্রামের শংকর দেব চক্রবর্তীর ছেলে।

নাজিরপুর থানার উপ-পরিদর্শক অনুপ কুমার মণ্ডল বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টা থেকে গাওখালী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্রে ডিউটি করছিলাম। সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই, কেন্দ্র সংলগ্ন একটি চায়ের দোকানে বসে রিপন চক্রবর্তী মোবাইল ফোনে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহ করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের কথা স্বীকার করে।’

ইউএনও ঝুমুর বালা বলেন, ‘মঙ্গলবার হওয়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে আটক রিপন চক্রবর্তীর মোবাইল ফোনে পাওয়া উত্তরপত্রের হুবহু মিল পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘রিপন চক্রবর্তীর মোবাইল ফোনের মেসেঞ্জার ঘেঁটে দেখা যায়, ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্র তাকে এ উত্তরপত্র পাঠিয়েছে। ওই ছাত্রের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’