প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষকসহ আটক ৩

আটক

বরিশালের হিজলায় দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হিজলার আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজির শিক্ষক সাইদুর রহমান, কাউরিয়া কে আর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শাহজাহান ও আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার পিওন আব্দুল করিম।

পুলিশ জানায়, আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর সময় ওই মাদ্রাসার পিওন আব্দুল করিমকে আটক করা হয়। পরে আব্দুল করিমের দেওয়া তথ্যে একই পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক সাইদুর রহমান ও মো. শাহজাহানকে আটক করা হয়।

ওসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হবে।