ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। বুধবার (২১ ফেব্রুয়ারি) থেকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, ‘আমরা যে প্রগতিশীলতার কথা বলি,ধর্মান্ধতার কথা বলি, এগুলো মার খেয়ে যাচ্ছে সাম্প্রদায়িক শক্তির কাছে। এর কারণ হচ্ছে, আমরা এমন ভাষায় কথা বলি যেগুলো সাধারণ মানুষ বোঝে না। জনগণের ভাষা হচ্ছে ‘মাতৃভাষা’। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে রাষ্ট্রভাষা বাংলা ও সরকারি ভাষাও বাংলা।’

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

মেলায় বিভিন্ন প্রকাশনীর মোট ২৬টি বইয়ের স্টল অংশগ্রহন করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।