মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা

নেত্রকোনা

মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনার কলমাকান্দায় থানায় এ মামলা দায়ের করেন উপজেলার খারনৈ ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল মিয়া।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার  তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাবা শহীদ মিয়া ছাড়াও খালা রোমেলা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন ছেলে সোহেল মিয়া। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এজাহারভুক্ত আসামি রোমেলা বেগমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত বাবা শহীদ মিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলার কলমাকান্দার উত্তররানীগাঁও নয়াপাড়া গ্রামের মো.শহীদ মিয়ার সঙ্গে স্ত্রী মমতাজ বেগমের বড় বোন বিধবা রোমেলা বেগমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে মমতাজ বেগম বাধা দেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং মমতাজ বেগমকে মারধর করত স্বামী শহীদ মিয়া। এক পর্যায়ে মমতাজ বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দিয়েছে শহীদ মিয়া।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রোমেলা বেগমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।