চট্টগ্রামে তৃতীয় প্রকাশনীর চারটি বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম

চট্টগ্রামে তৃতীয় চোখ প্রকাশনী থেকে বের হওয়া চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইগুলো হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপের ‘জেন্ডার ও মিডিয়া ভাবনা’ বাংলা বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক মহীবুল আজিজের ‘শ্রেষ্ঠ কবিতা’, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক আলম চৌধুরীর ‘আহমদ ছফার সংসার’ ও কবি সাগর শর্মার ‘ঝাউপাতার ভায়োলিন । বুধবার এই মোড়ক ‍উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

নগরীর মুসলিম হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বই মানুষের চিন্তাকে বিকশিত করে। ভাবনার স্তরকে উন্নত করে। মানুষকে আত্মবিশ্বাসী হতে শেখায়। কখনো-কখনো মানুষের জীবন বদলে দিতে পারে একটি ভালো বই। বই পড়া ছাড়া বিশ্বনাগরিক হওয়া সম্ভব নয়।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন প্রমুখ।