চবিতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের

CUJ Photoসম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। একই সঙ্গে তিনি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং হামলাকারীদের শাস্তির আওতায় আনতে সাংবাদিকদের সহায়তা চান।

শুক্রবার (২৩ ফেব্রুয়অরি) রাতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে অনুষ্টিত এক বৈঠকে এ আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী ঘটনা ঘটছে তার পেছনে নিয়োগ বাণিজ্য এবং টেন্ডারবাজির ঘটনা জড়িত। তবে আমরা কোনও অন্যায় আবদারের কাছে মাথা নত করবো না। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং পেশাজীবীদের নিয়ে বৈঠক করার কথাও জানান।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটো, সিনিয়র সাংবাদিক মিন্টু চৌধুরী, শাহরিয়ার হাসান, মাসুদুল হক, আরিফুর রহমান সবুজ, পার্থ প্রতীম বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন:
পিএসএলের শুরুতেই মোস্তাফিজের চমক