উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ (ফাইল ছবি)বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আবারও নৌকায় ভোট দিতে হবে। আজ  শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন এবং প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি কেরানীগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন। আবারও নির্বাচিত হয়ে কেরানীগঞ্জের উন্নয়নের ধারা এগিয়ে  নিতে পারি সেজন্য সবার দোয়া চাই। প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় কেরানীগঞ্জকে মডেল কেরানীগঞ্জে রূপান্তরিত করেছি এবং পুরো কেরানীগঞ্জে ১৯টি স্কুলের নতুন ভবন করেছি। পর্যায়ক্রমে পারজোয়ার ব্রাহ্মণনগাঁও উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক স্কুলকে কলেজে রূপান্তর করার চেষ্টা করবো।

অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. পারভেজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, জিনজিরা  ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন রতন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাপ্পি প্রমুখ।