সুনামগঞ্জে ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদে, নিহত ২

ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদেসুনামগঞ্জে ছাতক-দোয়ারাবাজার সড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'নিহতদের লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও সুনামগঞ্জ ছাতক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।'

ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদেপ্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে তা ভেঙে যায়। এতে ট্রাকটিও খাদে পড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, উদ্ধার কাজ এখনও চলছে। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা সদরের সঙ্গে ছাতক, বিভাগীয় শহর সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে শনিবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে মানুষের দুর্ভোগ বেড়েছে।

ট্রাক উদ্ধারের চেষ্টাঅন্যদিকে সুনামগঞ্জ সড়ক জনপথ জানায়, তারা সাময়িকভাবে লোকজনের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে। আগামীকাল থেকে এটি শেষ হবে। তবে সেতু সংস্কার করতে বেশকিছু দিন সময় লাগবে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাবেদ হোসেন মো. তারেক বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ২৫ জন সদস্য  উদ্ধার কাজ চালাচ্ছে।  উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ  হওয়ায় কিছুটা সময় লাগছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন,  'ট্রাক ও আটকা পড়া লাশের উদ্ধার কাজ চলছে।'

আরও পড়ুন:


জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ রোল মডেল:আইজিপি