খুলনাবাসীকে গ্যাস দেওয়ার সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভোলায় অনেক গ্যাস পাওয়া গেছে। আমরা পরিকল্পনা নিয়েছি, সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশাল এবং খুলনায় সরবরাহের।’

শনিবার (৩ মার্চ) বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এদেশের মাটিতে রাজাকার-আলবদর-জঙ্গিবাদের স্থান হবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তার অপরাধের কারণেই কারাগারে গেছেন। এজন্য আওয়ামী লীগের কিছু করার নেই। আগামী নির্বাচনে নৌকার জয় হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।’

একটা সময় ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘অফিসে বসে বিরিয়ানি খাওয়ার ফাঁকে খালেদা জিয়া তার দলের নেতাকর্মীদের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় ৫শ’ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আর সাড়ে ৩ হাজার মানুষকে পুড়িয়ে আহত করা হয়েছিল। খালেদা জিয়া ধ্বংস করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। আওয়ামী লীগ জনসেবায় বিশ্বাসী। জনগণের সেবা করে। জনগণের জন্য কাজ করে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ভিটেমাটি নাই –এমন পরিবারকে ঘর করে দেবো। অন্তত টিনের ঘর তৈরি করে দিয়ে হলেও মাথা গোঁজার ঠাঁই করে দেবো।’

দেশের তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য আর ভিটেমাটি বিক্রি করতে হবে না তরুণদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। এখন তরুণরা বিনা জামানতে দুই লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।’

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘সার-বীজ ক্রয় এখন কৃষকদের নাগালের মধ্যে। দুই কোটি কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। চিংড়ি চাষের উন্নয়নে বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করেছি। বিদ্যুতের হাহাকার দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে ১৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। বর্তমানে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

খুলনা জেলা আাওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, দীপু মনি, সালাম মোর্শেদী, শেখ হেলাল উদ্দিন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।