রাজশাহীতে লাঠির আঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

ছিদ্দীকের বাড়িতে শোকের মাতমরাজশাহীর পবা উপজেলায় ভ্যানের চাকার নিচে হাঁসের বাচ্চা মারা যাওয়ার গুজবকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নওহাটা পৌরসভার বাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

নিহত ভ্যানচালকের নাম মো. ছিদ্দীক (৩৮)। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।









ওসি রাজিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর ছিদ্দীকের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক (৩৮) ও তার স্ত্রী ইরানী বেগম সালমা পালিয়ে যায়। তবে রাজ্জাকের ছোট ভাই মাহাবুর ও তার পিতা আরিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

ওসি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে ছিদ্দীক বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রাজ্জাকের একটি হাঁসের বাচ্চা ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে যায়। হাঁসের বাচ্চাটি মারা গেছে বলে রাজ্জাকের স্ত্রী সালমার সঙ্গে ভ্যানচালক ছিদ্দীকের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজ্জাক বাঁশের লাঠি দিয়ে ছিদ্দীকের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ছিদ্দীক। তবে ওই হাঁসের বাচ্চা মারা যায়নি। গুজবের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি।