সুন্দরগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলা, ৪ আ.লীগ নেতাকে জরিমানা

ভোটগ্রহণ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে চার আওয়ামী লীগ নেতার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই চার নেতাকে জরিমানা করেন বিচারক আবদুল্লা আল মামুন।

চার আওয়ামী লীগ নেতা হলেন– সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু, দহবন্দ ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য দুদু মিয়া ও জুয়েল রানা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় বিশৃঙ্খলার চেষ্টা করেন জরিমানা ওই চার নেতা। পরে পুলিশের সহায়তায় তাদের আটক করে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।’