পঞ্চগড়ে হাসকিং মিল থেকে ১১৬ বস্তা চাল লুট

পঞ্চগড়পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার একটি হাসকিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। পাহারাদারকে মারধর করে বেঁধে রেখে মিলের গোডাউনের তালা ভেঙে ১১৬ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। আহত পাহারাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার মফি হাসকিং মিলে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত পাহারাদার শাহ আলমকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মিল মালিক সফিউল আলম মানিক জানান, সশস্ত্র ডাকাতেরা ট্রাকযোগে এসে মিলের ভেতর ঢুকে পাহারাদার শাহ আলমকে মারধর করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে গোডাউনের  তালা ভেঙে ১১৬ বস্তা চাল ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। এছাড়া আরও ৪ বস্তা চাল মিলের বাইরে ফেলে যায়। সকালে স্থানীয়রা রাস্তার ওপর চাল পড়ে থাকতে দেখে মিল মালিককে খবর দেয়। পরে তিনি এসে পাহারাদার শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মফি হাসকিং মিলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।