এমপির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

ভুয়া ফেসবুক আইডি

নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি পরিচালনার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত ৩০২ আসনের সংসদ সদস্য (এমপি), লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সফুরা বেগম রুমী। শুক্রবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর থানায় এ জিডি করা হয়। সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

ভুয়া ফেসবুক আইডি নিয়ে হরহামেশাই বিভিন্নজনকে ভোগান্তিতে পড়তে হয়। এমন কোনও ভোগান্তিতে যাতে না পড়তে হয়, সেজন্যই ওই জিডি করেছেন সফুরা বেগম রুমী।

পুলিশ জানায়, কে বা কারা ‘সফুরা বেগম এমপি’ নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের পরামর্শে সফুরা বেগম রুমী থানায় জিডি করেন।

জিডির অনুলিপি

সফুরা বেগম রুমী বলেন, ‘এ নিয়ে যাতে কখনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্যই থানায় জিডি করেছি। কারা কাজটি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।’

ওসি মাহফুজ আলম বলেন, 'কারা ভুয়া আইডি চালু করেছে, তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’