জয়পুরহাটে এসিড নিক্ষেপের মামলায় কলেজ শিক্ষকের যাবজ্জীবন

আদালত

জয়পুরহাটে কালাই মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ওপর এসিড নিক্ষেপের মামলায় কলেজ শিক্ষক সাইফুল ইসলাম বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে আসামিকে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) জয়পুরহাট নারী ও শিশু ট্রাইবুনাল-২ এবং অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ড.আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম বাবু গোবিন্দগঞ্জের ইসলামপুর-পিয়ারাপুর আই,জি,এম স্কুল অ্যান্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক। আসামি সাইফুল ইসলাম সম্পর্কে ওই ছাত্রীর ফুপা।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ আগস্ট রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। রাত ২টার দিকে শয়নকক্ষের জানালা দিয়ে ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করে সাইফুল ইসলাম। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে পালিয়ে যেতে দেখেন এলাকার কয়েকজন।

সূত্র আরও জানায়, এসিড দগ্ধ ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এ,এস,এফ ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২০১৩ সালের ২১ আগস্ট সাইফুল ইসলাম বাবুকে একমাত্র আসামি করে কালাই থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আসামি সাইফুল ইসলামের উপস্থিতিতে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন।