জমি দখলের মামলায় কাউন্সিলরসহ ৪ জন কারাগারে

কারাগার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক কাউন্সিলরসহ চার জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস এ খবর নিশ্চিত করেন।

মোহাম্মদ আলী বিশ্বাস জানান, বিকালে কাউন্সিলরসহ চার জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চার আসামি হলেন– নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল, তার সহযোগী আবু শাহাদাৎ হোসেন সায়েম, রাজু আহমেদ ও আবু তাহের। ইকবাল হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আলোচিত ৭ খুন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লিয়াকত হোসেন নামের এক ব্যক্তির জমি দখল করে সেখানে থাকা হাঁস-মুরগি ও গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় কাউন্সিলর ইকবালসহ ৪ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।