নাশকতার মামলায় কাউন্সিলর খোরশেদ দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কমুার দত্ত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস এ খবর নিশ্চিত করেন।

মোহাম্মদ আলী বিশ্বাস জানান, মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার নগরীর মাসদাইর আদর্শ স্কুল থেকে স্মার্টকার্ড বিতরণকালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে কাউন্সিলর খোরশেদকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দুই মামলা এবং ফতুল্লা মডেল থানার নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় কাউন্সিলর খোরশেদকে কারাগারে পাঠানো হয়।