শিক্ষকের পদত্যাগের দাবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকের পদত্যাগের দাবিতে বরিশাল আইএইচটিতে শিক্ষার্থীদের বিক্ষোভবরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ল্যবরেটরি অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার মাধ্যমে তাদের জিম্মি করার প্রতিবাদে তারা ওই শিক্ষকের পদত্যাগ দাবি করছেন। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে আইএইচটি ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে তারা বিক্ষোভের জন্য জড়ো হন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, ল্যবরেটরি অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমন একসময় ক্যাম্পাসের ছাত্রী হোস্টেলের সুপারিনটেনডেন্টের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি যখন-তখন ছাত্রী হোষ্টেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করতেন এবং ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এমনকি নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক ইঙ্গিতের অভিযোগও রয়েছে শিক্ষক সুমনের বিরুদ্ধে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন শিক্ষক সুমন। শুধু তাই নয়, শিক্ষকরাও তার কাছে জিম্মি। তার বিরুদ্ধে কথা বললে শিক্ষকদের বদলি করে দেওয়ার হুমিকিও দেন তিনি। তার বিরুদ্ধে কথা বলায় ক্ষমতার অপব্যবহার করে আট শিক্ষার্থীকে ফেল করিয়ে দিয়েছেন বলে জানান আইএইচটি’র ফিজিওথেরাপি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীফ।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক তাহেরুল ইসলাম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ নামধারী শরীফ, তানভির, শুভ, নাসিম ও রকিসহ সাত জন ছাত্র পরীক্ষায় পাস করতে পারেনি। তারা এর জন্য আমাকে দোষী করছে। তবে মূল বিষয় হলো— ইনস্টিটিউটের পরীক্ষায় নকল এবং সিট বাণিজ্য বন্ধ করে দেওয়ায় অনেকেই আমার ওপর আগে থেকেই ক্ষিপ্ত।’ এসব কারণেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন-
বরগুনায় ১০ জেলে পরিবারের মানবেতর জীবন
প্রধান শিক্ষক ছাড়াই চলছে নীলফামারীর ২৭৪টি স্কুল