নলকা সেতুর গার্ডারে ফাটল: ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নলকা সেতুর গার্ডারে ফাটল

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজের পিলারের ওপরের গার্ডারে ফাটল ও ডেবে যাওয়ার কারণে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ব্রিজ ডিজাইন বিশেষজ্ঞরা এ ব্রিজের নিচের মাটি পরীক্ষা শেষে জরুরি সংস্কার কাজের পরামর্শ দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করে।

শুক্রবার (২৩ মার্চ) রাতে নলকা সেতুর গার্ডারে ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক সেতুর ঢাকামুখী লেনটি বন্ধ রেখে ফাটল ধরা গার্ডারের নিচে বালির বস্তা দিয়ে অস্থায়ীভাবে সাপোর্ট দেওয়া হয়।

সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম জহুরুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে সেতুর গার্ডারে ফাটল দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সাপোর্ট দেওয়ার কথা বলা হয়। শনিবার (২৪ মার্চ) ঢাকা থেকে একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত গার্ডারের নিচে ভিমের ওপর লোহার পাইপ অথবা নতুন করে একটি পিলার তৈরি করে ভিমকে সাপোর্ট দেওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া, ওই ভিমের ওপর যেন কোনও লোড না পড়ে, এজন্য ওই স্থান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করা হয়েছে।’