হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থল বন্দরমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাতায়াত কার্যক্রম চালু রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব মো. শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো, নামানো, ডেলিভারি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।