মাদারীপুরের চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিনামূল্যে চক্ষু চিকিৎসামাদারীপুর সদর উপজেলার দ্বীপ ইউনিয়নখ্যাত দুর্গম চরাঞ্চল ধূরাইলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষকে রবিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৫ জনের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা হয়েছে।

ধূরাইল ইউনিয়নের মোহাম্মদ মোহসীন খানের উদ্যোগে সরদারকান্দি এলাকায় এই চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন আই হসপিটাল, টেকেরহাট শাখার কর্মকর্তা ডা. সনক নাগ ও তার সহযোগী চিকিৎসকরা। দুর্গম এলাকার চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষজন এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা চক্ষু চিকিৎসাসেবার আয়োজক মোহাম্মদ মোহসীন খান বলেন, ‘ধূরাইল ইউনিয়নের গ্রামগুলোর মানুষ চিকিৎসাসেবা বঞ্চিত। তাদের অনেকেই চিকিৎসার জন্য ২৫ কিলোমিটার দূরের সদর হাসপাতালে যেতে পারেন না। এই স্বাস্থ্যসেবায় তাদের সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীতেও প্রতিবছর এই সেবা অব্যাহত থাকবে।’