দলের মধ্যে খন্দকার মোশতাকরা ঘাপটি মেরে আছে: আ জ ম নাছির

আলোচনা সভায় চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারাচট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করেছেন। তাকে হত্যার জন্য একাধিক হামলা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এরপরও তাকে হত্যার নীলনকশা থেমে নেই। কারণ দলের মধ্যে এখনও খন্দকার মোশতাকরা ঘাপটি মেরে আছে। এদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করতে হবে।’

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মেয়র বলেন, ‘একাত্তরে বঙ্গবন্ধুর আহ্বানে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে এখনও যারা বেঁচে আছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করা তাদের দায়িত্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নিরস্ত্র বাঙালি হানাদার বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে সশস্ত্র হয়ে উঠেছিল। একইভাবে বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে মুক্তিযোদ্ধারা সশস্ত্র হয়ে ওঠার হিম্মত রাখেন।’   

তিনি আরও বলেন, ‘পরাধীন আমলে ঐপনিবেশিক শক্তি আমাদের গ্রাস করেছিল। ধর্মের নামে শোষণ ও হানাহানি হয়েছে। আজ সেই অপছায় থেকে বেড়িয়ে এসে গরীব মানুষের ভাগ্যোন্নয়নের জাগ্রত হতে হবে এবং লুটেরাদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারা পরিচালিত করা হয়েছিল এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা করা হয়েছিল।’

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাড. সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, চাঁন্দগাও ওয়ার্ডের সাধারণ সম্পাদক অ্যাড. আইউব খাঁন। এতে সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।