সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুর

শেরপুরে সিএনজি ও ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষে রাশেদ মিয়া (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত ও আহত হয়েছেন সিএনজির অপর ৪ যাত্রী। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের জামালপুর-বকশীগঞ্জ সীমান্ত সড়কের চরবাবনা নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাশেদ নেত্রকোনা জেলার সদর উপজেলার আদাউরা কুমড়ি বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে একটি নম্বরবিহীন সিএনজি ৫ জন যাত্রী নিয়ে জামালপুর যাওয়ার পথে অপর একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রলিটি আরশাদ আলী নামের এক ব্যক্তির বসতঘরে ঢুকে পড়ে এবং সিএনজিটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাশেদ মারা যান। এলাকাবাসী আহত সিএনজি যাত্রীদের উদ্ধার করে শেরপুর জেলা  হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর সিএনজি ও  ট্রলির চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত যাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।