নেত্রকোনায় বাল্য বিয়েকে লাল কার্ড

নেত্রকোনায় বাল্য বিয়েকে লাল কার্ড

বাল্য বিবাহ প্রতিরোধে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শপথ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার দুপুরে প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাল্য বিয়ে বন্ধে এ শপথ অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদফতরের আয়োজনে সিকেপি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শপথ বাক্য পাঠ করান নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।

শপথ অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উন্নয়নকর্মী সুরজিৎ ভৌমিক, সঞ্চিতা মল্লিক, আতাউর রহমান এবং পারভিন আক্তার নুপূরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বাল্য বিবাহের কুফল তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘বাল্য বিবাহকে না বলুন’ বক্তব্য সম্বলিত লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসময় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান, গত ১ বছরে বারহাট্টা উপজেলা প্রশাসন ১৪টি বাল্য বিবাহ বন্ধ করেছে। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।