‘এমন হবে জানলে ছেলেকে বিদেশ পাঠাতাম না’

ফেনী

সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয় বাংলাদেশির একজন ফেনীর রাশেদের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার (১৮ এপ্রিল) তার মৃত্যুর খবর  বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে। এসময় নিহতের পিতা রফিকুল ইসলাম বলেন, ‘এমন হবে জানলে ছেলেকে কখনোই বিদেশ পাঠাতাম না।’ ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

সরেজমিন ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত রাশেদের মা কুলফুরের নেছা ও স্ত্রী শিখা মজুমদার বার বার মূর্ছা যাচ্ছেন।

জানা যায়, জীবনের তাগিদে তিন মাস আগে সৌদি আরব পাড়ি জমান শহরের উত্তর বিরিঞ্চি এলাকার মো. মহিউদ্দিন রাশেদ (৩৫)। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে রাশেদসহ ৭ বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিম্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই মারা যায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাশেদ সবার ছোট। তার তিনটি সন্তান রয়েছে।

আরও খবর: সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত