চুয়াডাঙ্গায় চিহ্নিত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়ায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বাবুকে (৫০)  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ১০ টার দিকে একই গ্রামের উজির আলী শাহ এর বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার  গড়পড়চা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে বাবু পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। এসময় ৫/৬ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একই গ্রামের উজির আলী শাহ’র বাড়িতে নিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, বুধবার সন্ধ্যায় বাবু চা পান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোররাতে জানতে পারেন তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, হতাকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত বাবুর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা ছিল।